জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দীর্ঘতম আলপনা আঁকার সিদ্ধান্ত নিয়েছে । পাকিস্থানি সেনাবাহিনীর নির্মমতা ও ২৫ মার্চ গণহত্যা দিবসকে ব্যতিক্রমভাবে উদযাপনের জন্য এ আয়োজন।
শনিবার ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ২৫শে মার্চ বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে দেশের দীর্ঘতম আল্পনা আাঁকার কার্যক্রমের উদ্বোধন করবেন এবং বরণ্য চিত্রশিল্প শাহাবুদ্দিন আহমেদ চিত্রকর্ম পরিদর্শন করবেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল ফটক থেকে দুই কিলোমিটার দীর্ঘ এই আল্পনা অঙ্কন করবেন জাবি শিক্ষার্থীরা।
এ ছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চারদিন ব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসবের’ আয়োজন করেছে ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়েছে । অনুষ্ঠানে নাটক ও গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ছাত্রসমাজের সামনে তুলে ধরা হবে এবং দেশ বরণ্য গুণীজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে।
