স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেসব জঙ্গি জামিন নিয়ে নিরুদ্দেশ হয়েছে তাদের আদালতে হাজির করতে না পারলে জামিনদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবির প্রতিনিধিসহ ৯টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, অনেক জঙ্গি জামিন নিয়ে বিদেশে নিরুদ্দেশ হয়েছে। যেসব জঙ্গি জামিন নিয়ে বিদেশে গেছে বা নিরুদ্দেশ হয়েছে, তাদেরকে হাজির করতে তাদের আইনজীবীদেরকে বলা হবে। হাজির করতে না পারলে তাদের জামিনদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জঙ্গিবাদ সম্পর্কিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, জঙ্গিবাদের মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য ব্যবস্থা নেয়া হবে। এনিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সহযোগিতায় দ্রুত মামলা শেষ করা হবে।
এসময় ব্যাংকের মাধ্যমে জঙ্গিদের অর্থ লেনদেন বিষয়েও কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী জানান, যেসব ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তথ্য দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে। সিএসআর ফান্ডের কথা বলে জঙ্গি অর্থায়ন হয় কি না সেটারও নজরদারি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিষয়ে সরকার আরও নজরদারি বাড়াবে বলে জানান তিনি।
