বিএনপি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১০দিনের কর্মসূচি ঘোষণা করেছে । আগামী ২৫শে মে থেকে আগামী ৫ই জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। মির্জা আলমগীর বলেন, এখন আমরা দুদিনের কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি। বাকিগুলো আপনাদের পরে জানিয়ে দেয়া হবে। দুদিনের কর্মসূচি হলো ২৯শে মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হবে।

৩০ শে মে সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর প্রাঙ্গণে মিলাদ মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী ও বইমেলা। একইদিন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করবে এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ বুকে ধারণ করবে। ৩০শে মে ঢাকা মহানগরের প্রতিটি থানায় দুস্থ ব্যক্তিদের মধ্যে কাপড় ও ইফতারসামগ্রি বিতরণ করা হবে। নয়াপল্টনে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে। ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ওপর আলোকচিত্র প্রদর্শনী হবে। বিভাগীয় শহরগুলোতে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হবে বইমেলা। এছাড়া কেন্দ্রীয়ভাবে বিএনপি পোস্টার প্রকাশ, পত্রপত্রিকা ও অনলাইনে প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, মীর নেওয়াজ আলী, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, বেলাল আহমেদ ও জন গোমেজসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031