জেমি ভারডি না, হতাশ করেন নি ইংলিশ স্ট্রাইকার । তার স্ত্রী রেবেকা ভারডি চার সন্তান নিয়ে রাশিয়ায় গেলেও সময় বের করে নিয়ে তিনি স্ত্রীর সঙ্গে সেক্স করেছেন। রেবেকা তার স্বীকার করে নিয়েছেন। বলেছেন, জেমি ‘স্কোর’ করেছে। এর আগে সন্তানদের নিয়ে নিজেদের মধ্যে একান্তে সময় কাটানো, যৌন সম্পর্ক স্থাপন করায় বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছিলেন রেবেকা। কিন্তু তিনিই স্বীকার করে নিলেন ঘটনা ঘটে গেছে।

রেবেকা বলেছেন, কিন্তু এ বছর তা নয়। এ বছর কোনো খেলোয়ার চাইলেই তার স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। জেমি ভারডি লিসেস্টার সিটির স্ট্রাইকার। তার বয়স ৩১ বছর। তিনি বিয়ে করেছেন রেবেকা ভারডিকে। তার বয়স ৩৬ বছর। স্বামীর ক্রীড়া নৈপুন্য দেখতে তিনি সন্তানদের নিয়ে রাশিয়ায় হাজির। দলের প্রতিটি ম্যাচে গ্যালারি মাতাচ্ছেন। আর নারী-পুরুষের যে জৈবিক চাহিদা তাতে মেতে উঠছেন খেলোয়াররা। সেক্ষেত্রে জেমি ভারডিও কম যাচ্ছেন না। এ বিষয়ে গ্রাজিয়া ম্যাগাজিনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন রেবেকা। তিনি বলেছেন, সন্তানদের সামাল দিয়ে তাদের রোমান্স চলছে। আমাদের সন্তানদের যেকোনোভাবেই সামলে নিয়ে জেমি স্কোর করছে।
