আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন আন্তর্জাতিক মূদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লাগার্দে সরকারী তহবিল অপব্যবহারের অভিযোগে। ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে সরকারী তহবিল অপব্যবহারের এই অভিযোগ ওঠে। আদালতের রায়ের পর তাকে আইএমএফ প্রধানের পদ ছাড়তে হতে পারে। এমনকি জেলও খাটতে হতে পারে। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
খবরে বলা হয়, ফেব্রুয়ারিতে আইএমএফ প্রধান হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করেন লাগার্দে। কিন্তু এ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১৫ হাজার ইউরো জরিমানা ও সর্বোচ্চ ১ বছরের কারাদ- ভোগ করতে হতে পারে। সরকারী তহবিল অপব্যবহারের এ কেলেঙ্কারি আইএমএফ-এ তার অর্জনকে ঢেকে দিয়েছে। ২০১১ সালে তার পূর্বসুরি ডমিনিক স্ট্রস-কান গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলে লাগার্দে সংস্থাটির প্রধান হিসেবে নিয়োগ পান।
খবরে বলা হয়, আদালতের এ রায়ের ফলে অস্থিতিশীল হয়ে উঠতে পারে আইএমএফ। ইতিমধ্যে বেশ কয়েকটি ইস্যুতে জেরবার বিশ্বের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানটি। যেমন, গ্রিসের কয়েকশ’ কোটি ডলারের বেইলআউটে সংস্থাটির অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলে সংগঠনটিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031