মনজুর মাহমুদ খান সাবেক সিনিয়র জজ  বলেছেন, শিশুদের মেধা বিকাশ ও অধ্যয়নমুখী করার জন্য বৃত্তি পরীক্ষা, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা বেশী বেশী হতে হবে। প্রতিভার প্রস্ফুটিত হবে তখনই যখন শিশুকাল থেকে বিভিন্ন প্রতিযোগিতামুলক অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে। শুধু বই পড়লেই জ্ঞানের বিকাশ ঘটে না। তাই শিশুদের বিনোদনসহ বিভিন্ন পরীক্ষায় অংশ গ্রহণ ও সামাজিক এবং সংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ গ্রহণ।

শুক্রবার ( ২৪ মার্চ) সকাল ৯টায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অডিটোরিয়ামে আয়োজিত প্রতিভার খোঁজে সাধারণ জ্ঞান পরীক্ষা ২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যা নিকেতন ইনষ্টিটিউট এর বিশাল আয়োজন সত্তি প্রশংসার দাবীদার। তিনি বিদ্যানিকেতনের উত্তোরত্তর সফলতা কামনা করেন। বৃত্তি প্রাপ্ত শিশুদের ধন্যবাদ ও অংশগ্রহণকারীদের উন্নতি কামনা করেন।

এবছর প্রায় এক হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করেন। বেশ উৎসাহ উদ্দিপনার মাধ্যমে বিদ্যা নিকেতনের তত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বিদ্যানিকেতন ইনষ্টিটিউটের অধ্যক্ষ রতনদাশ গুপ্ত।

রুমা বড়ুয়া ও আশিষ কুমান নাথ এর পরিচালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু শ্যামল মিত্র,জসিম উদ্দিন চৌধুরী, এপিপি সুচিত্রা লাল মুন্নি, ব্যবসায়ী বাবু সুভাস চৌধুরী, জামাল উদ্দিন, বাবু সুমন চৌধুরী, অধ্যক্ষ শাহ আলম, উপপরিচালক রঞ্জনা পাল, আমেনা বেগম, জান্নাতুন নাঈম, রিকি চক্রবর্তী, রুমা বড়ুয়া, খালেদা বেগম, সুমিতা তালুকদার, সুপ্রিয়া ভট্টাচার্য্যম, ডা: আশীষ চৌধুরী, প্রমুখ।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031