প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেলেন। বিসিএস তথ্য ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা জয়নাল আবেদীনকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দিয়ে গতকাল তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। জয়নাল আবেদীন কর্মজীবনে তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার, জাতীয় সংসদের পরিচালকসহ (গণসংযোগ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি প্রেসিডেন্টের ১০ শতাংশ কোটায় সচিব হিসেবে নিয়োগ দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। এরপর দীর্ঘদিন পদটি খালি থাকার পর গত ১৪ মার্চ গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্বে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছিল।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
