প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ মানবিক স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন ।

আজ রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান জয়।

ওই ফেসবুক স্ট্যাটাসে জয় লেখেন, ‘আসুন আজকে স্বাধীনতা দিবসে শপথ নিই- বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ মানবিক স্মার্ট রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলবই।’

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে দেওয়া হলো ‘বিশেষ সাহিত্য পুরস্কার’

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের জন্য উপহার দিয়েছেন এই দেশ, স্বাধীন বাংলাদেশ। এরপরও দুর্ভাগ্যের কালচক্রে, এই দেশ একসময় শাসন করেছে খোদ স্বাধীনতাবিরোধীরাই। দেশের সমস্ত অর্জনকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল তারা। কিন্তু সেই দুঃসময় পেরিয়ে এসেছে বাঙালি জাতি। এখন এই দেশের অগ্রগতির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করার আছে বর্তমান প্রজন্মের।’

তিনি আরও বলেন, ‘আজকে বাংলাদেশের নেতৃত্বে আছে স্বাধীনতার পক্ষের শক্তি, সকল সংকট ও বাধা পেরিয়ে দেশের অর্থনীতিকে সমুন্নত রাখতে নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই স্বাধীনতা এনেছেন, তেমনি অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’

সবশেষে বাংলাদেশের দীর্ঘ মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সজীব ওয়াজেদ জয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031