লিগ পর্বের খেলা বঙ্গবন্ধু বিপিএলে শনিবার শেষ হয়েছে। এবার অনুষ্ঠিত হবে প্লে-অফ পর্ব। মিরপুরে আগামী ১৩ জানুয়ারি দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন। একইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস।
খুলনা ও রাজশাহীর মধ্যে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে। অন্যদিকে, এলিমিনেটর ম্যাচে যারা হারবে তারা বাদ পড়বে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত ও এলিমিনেটর ম্যাচে জয়ী দলের মধ্যে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে উঠবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি।
সাত দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে লিগ পর্ব শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা টাইগার্স। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রাজশাহী রয়্যালস। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অব্স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে ঢাকা প্লাটুন।
১০ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে থেকে বিপিএল মিশন শেষ করেছে কুমিল্লা ওয়ারিয়র্স। ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে থেকে বিপিএল শেষ করেছে রংপুর রেঞ্জার্স। আর এই আসরে মাত্র এক ম্যাচে জয় পেয়ে বিপিএল শেষ করেছে সিলেট থান্ডার।
বঙ্গবন্ধু বিপিএলে প্লে-অফ পর্বের ফিকশ্চার
| তারিখ | ম্যাচ | দল | সময় | ভেন্যু |
| ১৩-১-২০১৯ | এলিমিনেটর | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন | দুপুর দেড়টা | মিরপুর |
| ১৩-১-২০১৯ | প্রথম কোয়ালিফায়ার | খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস | সন্ধ্যা সাড়ে ছয়টা | মিরপুর |
| ১৫-১-২০১৯ | দ্বিতীয় কোয়ালিফায়ার | প্রথম কোয়ালিফায়ার পরাজিত-এলিমিনেটর বিজয়ী | সন্ধ্যা সাড়ে ছয়টা | মিরপুর |
| ১৭-১-২০১৯ | ফাইনাল | প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার বিজয়ী | সন্ধ্যা সাতটা | মিরপুর |
