এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একটি ভবনের খুঁটির সাথে রশিতে অজ্ঞাত পরিচয় ওই লাশটি ঝুলে থাকতে দেখা গেছে নরসিংদীর মাধবদীতে অজ্ঞাত পরিচয় (৪০) । তবে এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মদনগঞ্জ সাবেক রেল সড়কের পশ্চিম পাশের কোতালীরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে স্থানীয়রা ওই অজ্ঞাত পরিচয় নারীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশে জানালে লাশ উদ্ধার করে মাধবদী থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় ওই নারীর শরীরে পেটিকোট ছাড়া পরনে কিছুই ছিল না। পুলিশের ধারণা, অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর খুন করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।
এদিকে এলাকাবাসী বলছেন, অজ্ঞাত ওই নারীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ জানান, অজ্ঞাত পরিচয় ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ধর্ষণের পর খুন করা হয়েছে। এ বিষয়ে ময়নাতদন্তের পর জানা যাবে। এ হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।