এক স্কুল ছাত্র নিহত হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকোরিয়ায় বাস চাপায় মিজানুর রহমান (১২) নামে ।
স্কুলছাত্র মিজান মালুমঘাট এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও মালুমঘাট রিংভং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
শনিবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা এ দুর্ঘটনা ঘটে।
পুুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে মিজানুর রহমান স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় চকরিয়া থেকে কক্সবাজারমুখী একটি বাস মালুমঘাট বাজার এলাকায় ওই ছাত্রকে চাপা দিলে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
