সোমবার দুপুর সোয়া একটার দিকে সচিবালয়ের ফটকে স্থাপিত ডাকবাক্সে এ প্রতিবেদন দেওয়া হয়। পরে সচিবালয় ফটক থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে প্রতিবেদনটি এনে শিক্ষামন্ত্রীর হাতে দেওয়া হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী প্রতিবেদনটি ফটোকপি করে ভারপ্রাপ্ত শিক্ষাসচিব, অতিরিক্ত সচিবকে (বিশ্ববিদ্যালয়) দিয়েছেন। শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট শাখাকে প্রতিবেদনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বলেছেন। গত ৩০ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। বিশ্ববিদ্যালয়গুলোর সার্টিফিকেট ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অবৈধ অর্থের লেনদেন হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রোববার শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ড এবং উপাচার্যদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে জানতে চান। তবে শিক্ষামন্ত্রী প্রতিবেদনকে অপরিপক্ক ও অপূর্ণ দাবি করে বলেন, প্রতিবেদন তৈরির সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারো সঙ্গে কথা বলা হয়নি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
