টেকনাফের এক দম্পতি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমান বন্দরে ফ্লাইট ধরতে এসে ইয়াববাসহ ধরা পড়েন ।

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে ১৪ শ’ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে কক্সবাজার বিমান বন্দর থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় কক্সবাজার বিমান বন্দরে ইউএস বাংলা ফ্লাইট ধরতে আসে টেকনাফ থেকে। ফ্লাইট ধরার আগেই চেকপোস্টের তল্লাশীতে ধরা পড়েন তারা। তারা ওই বিমানের US Bangla BS-150 নম্বর এই সিট বুকিং করেছিলেন।

এনআইডি কার্ড সূত্রে জানা যায়, ওই দম্পতি টেকনাফের পুরাতন পল্লব পাড়ার বাসিন্দা। তারা হলেন- আবদুল আমিন (৩৫) ও মিম আকতার(২৫)।

এক শিশুসহ তারা ঢাকার উদ্দেশ্যে যেতে বিমান বন্দরে এসেছিলেন ফ্লাইট ধরতে। ওই সময় বিমানবন্দরের প্রথম গেটের স্ক্যানারে লাগেজর ভিতর থেকে ১৪শ’ পিস ইয়াবা উদ্ধার এবং ওই দম্পতিকে আটক করা হয়।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930