জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন। তিনি বলেন, ‘প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছাড়া যেমন শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়, তেমনি মানসম্পন্ন শিক্ষা ছাড়া উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা তথা টেকসই উন্নয়নও সম্ভব নয়।’

শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে সিইডিপির ১১তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায় শিক্ষাকে অবশ্যই অনুসন্ধিৎসু, উদ্ভাবনীমূলক ও সৃষ্টিধর্মী হতে হয়। শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পেশাদারিত্বের মনোভাব থাকা পূর্বশর্ত। তা নাহলে শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হতে পারে।’

অনুষ্ঠানে চারটি বিষয়ে মোট ১৪৮ জন কলেজ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়। চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের মূল্যায়নে শীর্ষ স্কোর অর্জনকারী ৮জন প্রশিক্ষণার্থীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটি পুরস্কার হিসেবে দেয়া হয়।

স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, চারটি বিষয়ের কোর্স উপদেষ্টা প্রফেসর ড. ফারুক আহমেদ (ব্যবস্থাপনা বিভাগ), প্রফেসর ড. গোবিন্দ চক্রবর্তী (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), প্রফেসর ড. শারমিন মুসা (প্রাণিবিদ্যা বিভাগ)।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031