ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ২১৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের ডারেন ব্রাভো। ৩৪২ মিনিট ব্যাটিং করে রেকর্ডবুকে স্থান করে নিয়েছেন এই বাঁহাতি।
টেস্টে মন্থর গতির ফিফটিতে তিন নম্বরে রয়েছেন ব্রাভো। দুই নম্বরে আছেন ইংল্যান্ডের ক্রিস ট্যাভার। ১৯৮২ সালে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ৩৫০ মিনিট ব্যাটিং করে ২৩৬ বল মোকাবেলায় হাফসেঞ্চুরি করেছিলে তিনি। ওই টেস্টে তার দল পরাজিত হয় ১০ উইকেটে।
তালিকায় সবার ওপরে আরেক ইংলিশ ট্রেভর বেইলি। ১৯৫৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ধৈর্য পরীক্ষা দিয়েছিলেন বেইলি। দ্বিতীয় ইনিংসে ৩৫৭ মিনিট ব্যাটিং করে ৩৫০ বল খেলে হাফসেঞ্চুরি করেন। শেষতক আউট হন ৬৮ রানে। তবে তার ধৈর্যের ফলও মিঠে হয়নি। ম্যাচটিতে ৮ উইকেটে হেরে গিয়েছিল ইংল্যান্ড।
সে হিসেবে গর্ব করতেই পারেন ব্রাভো। কারণ তার দল অ্যান্টিগায় ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ।
