ট্রাকচাপায় রফিকুল ইসলাম বারী (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে । এসময় মামুনুর রশিদ বিদ্যুৎ নামে আরেকজন আহত হয়েছেন।
শনিবার বিকেল চারটার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম বারী জামালপুর জেলার ইসলাম থানার ফুলকান্দা এলাকার নুরুল ইসলামের ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, নিহত রফিকুল ইসলাম বারী জামালপুর থেকে আড়াইহাজার যাওয়ার পথে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের নলপাথর এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম বারী মারা যান। আহত অবস্থায় অপর আরোহী মামুনুর রশিদ বিদ্যুৎকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরদেহটিকে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
