ট্রাকের ধাক্কায় মুন্না (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী মেরাদীয়া বাজারের মধ্যবর্তীস্থানে । শুক্রবার রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পথচারীরা মুন্নাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন দিহান ইফান জানান, খিলগাঁও বনশ্রী মেরাদিয়া হাট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে থাকা অবস্থায় একটি ট্রাক মুন্নাকে ধাক্কা দেয়। এতে সে আহত হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তিনি আরো জানান, মুন্নার দক্ষিণ বনশ্রী ৪ তলা মার্কেট এলাকায় একটি গাড়ির চাকায় পাম দেয়ার দোকান আছে এবং সে ওই এলাকায় বসবাস করে। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
