পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে নগরীর নতুন ব্রিজ শাহ আমানত সেতুর টোল প্লাজায় পার্কিং করে রাখা অটোরিকশার। নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশু ও এক দম্পতি রয়েছেন।
নিহতরা হলেন, শেখ মো. সোহেল (৩৫) ও তার স্ত্রী সাইয়মা বেগম বৃষ্টি (৩০) এবং তাদের দুই শিশু সন্তান শেখ সাদাব বিনতে সামরিন (৫) ও দেড় বছর বয়েসী শেখ সাফওয়ান বিন সাফরান এবং নিহত অপরজন হলেন অটোরিকশাচালক সুরুজ (৫৫)।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম স্থানীয়দের বরাত দিয়ে সিটিজিনিউজকে বলেন, শনিবার রাত ১২টার দিকে সোহেলের পরিবারকে বহনকারী অটো রিকশাটি টোল দেওয়ার জন্য টোল টোল প্লাজায় অপেক্ষা করছিল। তাদের সামনে ছিল একটি ট্রাক।
এসময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ওই অটো রিকশাকে চাপা দিলে সামনের ট্রাকের সাথে লেগে সেটি দুমড়ে মুচেড় যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা হাসান ইমাম বলেন, বাসটি বরযাত্রী নিয়ে আনোয়ারার দিকে যাচ্ছিল। সেতুতে অটো রিকশাটিকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
