এক শিক্ষার্থী নিহত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে ট্রাক চাপায় মোহাম্মদ জুনায়েদ (১৪) নামের।
শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে বাশঁবাড়িয়া স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ বাশঁবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী। সে মগপুকুর পাড়স্থ হারাধন পাড়া গ্রামের বদিউল আলমের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি কাইয়ূম আলী সর্দার বলেন, ‘পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে উল্টো পথে আসা বিএসআরএম স্টীলের ট্রাক জুনায়েদকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় উত্তেজিত ছাত্র-ছাত্রীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করলে প্রায় ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে।
