শাওন ঢাকার রূপনগরের আবুল কালাম শেখের ছেলে। ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাওন (২৩) নামের ঢাকা কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।
পটিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার (০৮ মার্চ) দুপুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ঢাকার মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো. আহাদ (২১)।
গুরুতর আহত অবস্থায় দুজনকে চমেকে নিয়ে এলে শাওনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন জানিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
