রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নয়, প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন । নতুন বছর উপলক্ষ্যে বিদেশী বিভিন্ন দেশের সরকার প্রধান ও সরকারকে অভিনন্দন জানান তিনি। প্রতি বছরই তিনি এভাবে অভিনন্দন জানিয়ে আসছেন। এতে তিনি ট্রাম্পের নাম উল্লেখ করলেও বারাক ওবামার নাম উল্লেখ করেন নি। তবে আলাদা একটি বিবৃতি দিয়েছেন তিনি শুক্রবার। রাশিয়ার বিরুদ্ধে সর্বশেষ মার্কিন অবরোধের জবাবে তিনি তাতে প্রেসিডেন্ট ওবামা, তার পরিবার ও মার্কিন জনগণের প্রতি তার ‘সিজনাল’ অভিনন্দন জানিয়েছেন। অনলাইন সিএনএন জানিয়েছে, পরে বার্ষিক অভিনন্দন বার্তা প্রকাশ করেন পুতিন। তাতে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ২০শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডনাল্ড ট্রাম্প। এর পর দু’দেশের মধ্যে গঠনমুলক ও কর্মতৎপরতা গড়ে উঠবে। দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে কৌশল বিনিময়ের মাধ্যমে বাস্তব সম্মত পদক্ষেপ অবলম্বন করা হবে। এর মাধ্যমে তারা তাদের পুরো প্রক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি স্তরে নিয়ে যেতে পারবেন। শুক্রবার ক্রেমলিন থেকে ট্রাম্পের এ বার্তা সরাসরি পাঠানো হয় ডনাল্ড ট্রাম্পকে। এতে তিনি আরও লিখেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দু’দেশ বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন যেসব চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি হয়েছে তাতে এটা পরিষ্কার যে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আধুনিক বিশ্বের টেকসই ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। উল্লেখ্য, এর বাইরে বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ, প্রধানমন্ত্রী তেরেসা মে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান, চীনা প্রেসিডেন্ট সি জিনপিং, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্য নেতাদের অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপ্রধান ও রাজনীতিকদের। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জর্জ এইচ ডব্লিউ বুশ, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি প্রমুখ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
