ডনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তার পূর্বসূরি বারাক ওবামার প্রণীত স্বাস্থ্যসেবা নীতি ওবামাকেয়ারের মৃত্যু হয়েছে। রিপাবলিকান দলীয় একটি স্বাস্থ্যসেবা বিল খুবই সামান্য ব্যবধানে কংগ্রেসের নিুকক্ষে পাশ হওয়ার পর এ মন্তব্য করেন তিনি। ২১৭-২১৩ ভোটে পাশ হওয়া ওই বিলটি কংগ্রেসে ট্রাম্পের প্রথম জয়। নির্বাচনী প্রচারের সময়ই ওবামাকেয়ার বাতিল ও প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। দৃশ্যত, সেই প্রতিশ্রুতির পূরণের দিকেই যাচ্ছেন তিনি। বিবিসির খবরে বলা হয়, ডেমোক্রেটদের যুক্তি, ‘আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ নামে পরিচিত ট্রাম্পের স্বাস্থ্যনীতির ফলে লাখ লাখ মানুষ স্বাস্থ্যবীমা থেকে বঞ্চিত হবে।
তবে এখনই কার্যকর হচ্ছে না ট্রাম্পের স্বাস্থ্যনীতি। কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদের বাধা ঢিঙিয়ে এখন বিলটি উঠবে উচ্চকক্ষ সিনেটে। সেখানে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বটে। তবে বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর বলেছেন, তারা এই বিল নতুন করে লিখবেন।
এই বিল পাশের সময় প্রতিবাদকারীরা জড়ো হয়েছে ক্যাপিটল হিলের সামনে। আইনপ্রণেতারা বের হওয়ার সময় অনেক প্রতিবাদকারীরা ‘তোমাদের ধিক্কার’ বলে চিৎকার দিতে থাকেন। তবে পরে হোয়াইট হাউজে এ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের জন্য হোয়াইট হাউজে অভ্যর্থনার আয়োজন করেন। সেখানে দৃশ্যত উল্লশিত ট্রাম্প বলেন, ওবামাকেয়ারের মৃত্যু ঘটেছে।
তবে ছয় সপ্তাহ আগেও একবার ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যনীতির বিল পাশ করার চেষ্টা করা হয়। কিন্তু তখন যথেষ্ট সমর্থন মিলেনি। ওবামাকেয়ারকে ভাবা হয় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অন্যতম বড় সাফল্য।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
