প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প সম্পর্কে অনেক গোপন কথা খুলে বললেন  । ট্রাম্প কেমন মানুষ, তার বাস্তব জীবনই বা কেমন খুব কাছ থেকে তাকে দেখেছেন ইভানা। তার কথা অনুযায়ী, ডনাল্ড ট্রাম্প রাতে মাত্র তিন ঘন্টা ঘুমান। সকাল থেকে শেষ রাত অবধি কাজে ডুবে থাকেন। ইভানা ট্রাম্প বলেন, আমি মনে করি না ডনাল্ড কখনো ট্রাম্প টাওয়ার ছেড়ে আসবে। ইভানা ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী। তিনি চেক বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী নারী। তিনি সাবেক ফ্যাশন মডেল। ২০১০ সালে ‘সেলেব্রিটি বিগ ব্রাদার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নিউ ইয়র্ক পোস্টকে তিনি একটি সাক্ষাতকার দিয়েছেন। সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ট্রাম্প সম্পর্কে তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার পর তিনি প্রেসিডেন্সিয়াল এয়ার ফোর্স পাবেন। কিন্তু ট্রাম্প তার নিজের বিমানই ব্যবহার করতে পারেন বলে মনে করেন ইভানা। তিনি বলেন, ট্রাম্পের ওই বিমানের নাম হতে পারে ‘ট্রাম্প ফোর্স ওয়ান’। ওই বিমানের ওপর এর আগে ডিসকভারি চ্যানেল একটি ডকুমেন্টারি প্রচার করেছিল। তাতে বলা হয়েছিল ট্রাম্পের ওই বোয়িং ৭৫৭ বিমানটির মূল্য ১০ কোটি ডলার। এ বিমানটির বিষয়ে ইভানা বলেছেন, তিনি নিজের বিমানেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নিউ ইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ার। তারই ৬৬তম তলা ট্রাম্পের খুব বেশি প্রিয়। ইভানা ট্রাম্প মনে করেন, তার মনে হয় না ট্রাম্প টাওয়ারের সঙ্গে হোয়াইট হাউজকে এক করে দেখা উচিত। ইভানার ভাষায়, সততার সঙ্গে বলছি, আমি মনে করি হোয়াইট হাউজের চেয়ে ট্রাম্প টাওয়ার ও নিউ ইয়র্কে আমার বাড়ি অনেক ‘বেটার’। এ কথা বলতে বলতে ইভানা হাসতে থাকেন। তিনি বলেন, আমি মনে করি না যে, ট্রাম্প কখনো ট্রাম্প টাওয়ারে তার এপার্টমেন্ট ত্যাগ করতে পারবেন। তিনি হয়তো হোয়াইট হাউজে যেতে পারেন প্রাথমিকভাবে। ফরাসি সুন্দর ওয়াইনের মতো ডনাল্ড। তিনি খুব বেশি চলাফেরা বা সফর পছন্দ করেন না। তবে মেলানিয়া ট্রাম্প সম্পর্কে তিনি বলেছেন, মেলানিয়া হয়তো তার কাপড়চোপড় গোছানো শুরু করেছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031