প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প নিজের সন্তানদের কড়া নিরাপত্তা সুবিধা চান । এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট। সোমবার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়েক গোপন নিরাপত্তা সুবিধা দেয়া হোক সন্তানদের এমনটাই চাইছেন ট্রাম্প। সিবিএস নিউজ অনুযায়ী, এ বিষয়ে এরই মধ্যে হোয়াইট হাউজকে জানানো হয়েছে। ক্ষমতা হস্তান্তর বিষয়ক যে ট্রানজিশন টিম গঠন করা হয়েছে সেই টিম হোয়াইট হাউজকে বলেছে, ট্রাম্পের পরিবারকে গোপন নিরাপত্তা দিতে। ওই টিমে রয়েছেন ট্রাম্পের কন্যা ইভানকা, দু’ছেলে এরিক ও ডনাল্ড ট্রাম্প জুনিয়র এবং জামাই জারেদ কুশনার। তাদেরকে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে গণ্য করে এই সুবিধা দেয়ার কথা বলা হয়েছে। তবে আত্মীয়করণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকায় হোয়াইট হাউজে আনুষ্ঠানিক কোনো দায়িত্বে যেতে পারছেন না তার পরিবারের কোনো সদস্য। ট্রাম্প একবার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর নিরাপত্তার এই বিষয়গুলো তিনি নিজেই দেখভাল করবেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
