ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ মারা গেছেন গাজীপুর সিটি করপোরেশন সংলগ্ন পূবাইল এলাকায় । নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আলী জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আনুমানিক ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ। এসময় পেছন থেকে আসা একটি ট্রেনেকাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরনে সাদা লুঙ্গি ও কোট রয়েছে।
