ট্রেনে কাটা পড়ে জালাল দফাদার (৪৮) নামে এক সহকারী ঠিকাদারের মৃত্যু হয়েছে যশোরে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরতলীর শানতলা এলাকায় ট্রেন লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল দফাদার যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া এলাকার মহর দফাদারের ছেলে।

নিহতের প্রতিবেশী মাসুদ জানান, জালাল দফাদার সহকারী ঠিকাদার ছিলেন৷ বেলা সাড়ে ১১টার দিকে তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইলফোনে কথা বলছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ী ট্রেনটির নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

জানতে চাইলে রেলওয়ে পুলিশের (জিআরপি) এসআই ইদ্রিস আলী ঘটনার নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে এএসআই জাকিরকে পাঠানো হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031