রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন। গত ৮টি প্রেসিডেন্ট নির্বাচনে সঠিকভাবে পূর্বাভাষ করা একজন প্রফেসর এবার এমনই পূর্বাভাষ দিয়েছেন। তিনি হলেন প্রফেসর অ্যালান লিচম্যান। আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাসের প্রফেসর তিনি। এ তথ্য প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্টে। এতে বলা হয়েছে, প্রফেসর লিচম্যান ১৯৮৪ সাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের আগে কে বিজয়ী হবেন এমন পূর্বাভাষ দিয়ে আসছেন। তার প্রতিটি পূর্বাভাষই সঠিক হয়েছে। তার এবারের পূর্বাভাষে পছন্দের প্রার্থী ডনাল্ড ট্রাম্প। তিনি এ বিষয়ে একটি বই লিখেছেন। বইটির নাম ‘প্রেডিকটিং দ্য নেক্সট প্রেসিডেন্ট: দ্য কিজ টু দ্য হোয়াইট হাউজ ২০১৬’। এতে তিনি তার পূর্বাভাষগুলো তুলে ধরেছেন। তা থেকে মূল পয়েন্টগুলো এখানে তুলে ধরা হলোÑ মধ্যবর্তী নির্বাচনের পরে ক্ষমতাসীন দল আগের মধ্যবর্তী নির্বাচনের চেয়ে বেশি ভোট পাবে। দলীয় মনোনয়নের ক্ষেত্রে জটিল কোন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে না। ক্ষমতাসীন দলের প্রার্থী হবেন ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট। নির্বাচনে উল্লেখ করার মতো কোনো তৃতীয় দল বা নিরপেক্ষ প্রচারণা থাকবে না। নির্বাচনী প্রচারের সময় কোন অর্থনৈতিক মন্দা থাকবে না। ক্ষমতাসীন প্রশাসন জাতীয় নীতি পরিবর্তনের ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। তাদের ক্ষমতার মেয়াদে কোন সামাজিক অস্থিরতা থাকবে না। ক্ষমতাসীন প্রশাসন বড় ধরনের কোন প্রশাসনিক ব্যর্থতায় থাকবে না। পররাষ্ট্র ও সামরিক সম্পর্কের বিষয়ে তাদের কোনো বড় ব্যর্থতা থাকবে না। পররাষ্ট্র ও সামরিক সম্পর্কে ক্ষমতাসীনরা বড় ধরনের সফলতা অর্জন করবে। ক্ষমতাসীন দলের প্রার্থী হবেন ক্যারিশমাটিক অথবা জাতীয় হিরো। অন্যদিকে তাকে চ্যালেঞ্জ জানানো দলের প্রার্থীর থাকবে না কোন ক্যারিশমাটিক ভাবমূর্তি অথবা জাতীয় নেতার তকমা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031