দৈনিক কালেরকণ্ঠের সিনিয়র সাংবাদিক মো. আশরাফুল হকের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে রাজধানীর কলাবাগান লেক সার্কাস ডলফিন গলির বাসায় এ ডাকাতি হয়। এ বিষয়ে কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আশরাফুল হক বাংলা ট্রিবিউনকে জানান, ‘বুধবার দুপুরে আমার স্ত্রী ছেলেকে কোচিং থেকে আনতে বাসা থেকে বের হন। বাসার গেটে তালা দিয়ে গেলেও ফিরে এসে দেখেন দরজা খোলা। পরে বাসার ভেতরে গিয়ে দেখতে পান সবকিছু তছনছ অবস্থায় পড়ে আছে।’
তিনি আরও বলেন, ‘ডাকাতরা ১টি ল্যাপটপ, ২টি ক্যামেরা, ২টি স্বর্ণের নেকলেস, ১টি হাতের বালা, ৩টি চেইন, ৪টি আংটি, নগদ ৯৫ হাজার টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় কলাবাগান থানায় বুধবারই অভিযোগ দায়ের করা হয়েছে।’
