হোয়াটসঅ্যাপের আপডেট নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা চলছিলই। সম্প্রতি সেই চর্চায় স্থান পেয়েছিল হোয়াটসঅ্যাপের ডার্ক মোড থিম। ডাব্লুএ বিটা ইনফো প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। শিগগিরই প্রকাশিত হচ্ছে হোয়াটসঅ্যাপের এই ডার্ক মোড। অ্যানড্রয়েড এবং আইওএস দুটি প্ল্যাটফর্মেই প্রকাশিত হতে চলেছে এই ডার্ক মোড। ইতিমধ্যেই অন্য দুটি জনপ্রিয় সোশাল মিডিয়া ফেসবুক ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও রয়েছে এই ডার্ক মোড। এবার পালা হোয়াটসঅ্যাপের।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নতুন এই মোড রিলিজের আগে আরও বেশ কিছু ফিচারও যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এখনও রিলিজের দিনক্ষণ ঘোষণা না করলেও সমস্ত বাগস (bugs)কে বাগে এনেই এই ফিচার রিলিজ করবে হোয়াটসঅ্যাপ, এমনটাই জানানো হয়েছে রিপোর্টে।

কী এই ডার্ক মোড? কীভাবে কাজ করবে?
রোজকার যেভাবে হোয়াটসঅ্যাপ দেখেন সেই আলোময় হোয়াটসঅ্যাপে আসবে ‘আঁধারের’ ছোঁয়া। এই ডার্ক মোড ব্যবহার করলে বাঁচবে ফোনের ব্যাটারি। বাড়বে চোখের আরাম। ফোনে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার ফলে চোখের উপর যে চাপ সৃষ্টি হয়, তাও লাঘব হবে। এমনকি ফোনের র‍্যামের উপরও চাপ কমাতে সাহায্য করবে এই ডার্ক মোড।

উল্লেখ্য, ফেসবুক মালিকাধীন সমস্ত অ্যাপেই রয়েছে এই ডার্ক মোডের অপশন।

কীভাবে এখন হোয়াটসঅ্যাপে এই ডার্ক মোড ব্যবহার করবেন?

* প্রথমেই ফোনের system-wide Dark Modeটি অন করুন

* দেখে নিন আপনার ফোনে WhatsApp Beta-এর লেটেস্ট ভার্সনটি আছে কি না। না থাকলে প্লে স্টোর থেকে তা ডাউনলোড করে নিন।

* এরপর ইউটিউব অ্যাপটি ওপেন করুন। সেখানে যেকোনও ভিডিতে গিয়ে শেয়ার অপশনটি থেকে URL কপি করুন

* এরপর হোয়াটসঅ্যাপে এসে সেই URLটি একটি চ্যাটে পেস্ট করুন

* এরপর সেখানের কিবোর্ড থেকে ভিডিও প্লেয়ারের thumbnailটি ওপেন করুন

* যদি bug কাজ করে, আপনি যদি ভাগ্যবান হন সেক্ষেত্রে চালু হয়ে যাবে ডার্ক মোড।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031