দর্শকশূন্য মাঠে ইতালিয়ান ডার্বি জিতল জুভেন্টাস। রোববার রাতে পাওলো দিবালা ও অ্যারন রামসের গোলে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় ইতালিয়ান সিরি আ ফুটবল লীগসহ সব ধরনের খেলাধুলায় দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করেছে সে দেশের সরকার। ৩ এপ্রিল পর্যন্ত ইতালিতে হওয়া সব খেলাই অনুষ্ঠিত হবে দর্শকহীন স্টেডিয়ামে। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩৬৬ জন।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪তম মিনিটে লিড নেয় জুভেন্টাস। ডি বক্সের ভেতরে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ানো বল ধরে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার অ্যারন রামসে। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা পাওলো দিবালা। রামসের অ্যাসিস্টে নিখুঁত শটে গোল করেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এ জয়ে শীর্ষে ফিরেছে জুভেন্টাস। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর সংগ্রহ ৬২ পয়েন্ট। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইন্টার মিলান।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
