চট্টগ্রাম : ডা. শাহাদাত হোসেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জঙ্গি দমনে সরকার ব্যর্থ হয়ে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন।

রবিবার(৩১ জুলাই) বিকাল ৪ টায় দলীয় কার্যালয় নাসিমন ভবনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালী থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এই অবৈধ সরকার দেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিñিন্ন করার জন্য মঈন-ফখরুদ্দীনগণের নীল নকশা অনুযায়ী একের পর এক ব্যর্থ অপচেষ্ঠা চালাচ্ছে।

তারেক রহমানের সাজা রাজনৈতিক প্রতিহিংসামূলক উল্লেখ করে তিনি বলেন,বিএনপিকে ধ্বংস করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নানা ভাবে প্রতিহিংসার ছোবল দিয়ে যাচ্ছে সরকার।

ডা. শাহাদাত আরো বলেন, এই সরকার জঙ্গি দমনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জঙ্গি দমনের নামে যেভাবে হত্যাকান্ড সংঘটিত করছে তাতে জঙ্গিদের অর্থায়নে যোগানদাতা ও গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে পারে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রামের একটি সমাবেশে জঙ্গিদের অর্থায়নের ব্যাপারে বন্দরের মাফিয়া চক্রের কথা উল্লেখ করে বলেন,বন্দরের মাফিয়া চক্র জঙ্গিবাদের আর্থায়নে সাহায্য করছে। তাই আমরা অবৈধ স্বৈরাচারী সরকারকে বলতে চাই বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, যারা বন্দরে মাফিয়া ডনরা অবৈধ ব্যবসা করছে তাদেরকে মহিউদ্দিন চৌধুরীর বক্তব্য অনুযায়ী চিহ্নিত ও গ্রেপ্তার করে রিমান্ডে নিলে আসল সত্য বের হয়ে আসবে।

কোতোয়ালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে নগর ছাত্রদল নেতা মোঃ বেলাল উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ, বিএনপি নেতা আলহাজ্ব জাকির হোসেন, নগর ছাত্রদলে সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031