ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)রমজানে যানজট সহনীয় পর্যায়ে রাখতে চলমান রাস্তা সংস্কার কাজ দুই চার দিনের মধ্যে শেষ করাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে । রোজার ট্রাক-ভ্যান সুনির্দিষ্ট সময়ে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।

মঙ্গলবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। রমজানে যানজট সহনীয় রাখতেই বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে এই  মতবিনিময় সভা করে ডিএসসিসি।

সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা যানজটের কারণ হিসেবে রাস্তায় ইট ভাঙা, সংস্কার কাজ, টার্মিনাল না থাকা, ট্রাক-ভ্যান প্রবেশ ও পার্কিংয়ের ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন বি্ষয় তুল়ে ধরেন।

পরে মেয়র সাঈদ খোকন বলেন, যানজটের কারণে নাগরিকদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই দুর্ভোগ লাঘবে আমরা বেশ কিছু সিদ্ধা্ন্ত নিয়েছি।

মেয়র বলেন, পুরান ঢাকাসহ যেসব স্থানে রাস্তা সংস্কারের কাজ চলছে তা ২-৪ দিনের মধ্যেই শেষ করতে হবে। অন্তত চলাচ়ল উপযোগী করতে হবে। প্রকৌশল বিভাগ তা বাস্তবায়ন ক়র়বে। বর্ষা মৌসুম শেষের আগে নতুন কোনো রাস্তা কাটার অনুমতি দেয়া হবে না।

সভায় আরও সিদ্ধান্ত হয়, রাজধানীতে ট্রাক ও কভার্ড ভ্যান নির্ধারিত সময়ে প্রবেশ ও বের হবে। ডিএমপি তার বাস্তবায়ন করবে। বিভিন্ন মোড়ের বাম পাশে রিকশা, লেগুনা ও টেম্পু দাঁড়াতে পারবে না। বাসও যত্রতত্র দাঁডাতে পারবে না।

খোকন বলেন, মার্কেটের আশেপাশে যেন কোনো পার্কিং না হয় স্ব স্ব মার্কেট কমিটি স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে তা নিশ্চিত করবে। বায়তুল মোকাররমের সামনের খালি জায়গায় পার্কিং করতে হবে। মেট্রোরেলসহ চলমান বিভিন্ন জাতীয় প্রকল্পের কাজগুলোও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে করার তাগিদ দেন তিনি।

সাঈদ খোকন বলেন, ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ ও সবার সচেতনতার মাধ্যমেই যানজট সহনীয় করা সম্ভব। এটা কারো একার কাজ নয়। তাই সবার সমন্বিত প্রয়াস কামনা করেন তিনি।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল ও স্থপতি মোবাশ্বের হোসেনসহ সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031