ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর গুলিস্তান ও আশপাশের এলাকার সড়ক-ফুটপাতে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজির অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে ।
বৃহস্পতিবার ডিএসসিসির সহকারী সম্পত্তি কর্মকর্তা সামছুল আলম বাদী হয়ে পল্টন থানায় এই মামলা করেন।
ডিএসসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করছে একটি স্বার্থান্বেষী মহল। এসব দোকানপাট একাধিকবার উচ্ছেদ করেছে ডিএসসিসি। কিন্তু কিছুদিনের মধ্যে আবারও ফুটপাতে দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করে তারা। পরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন, হকার্স পুনর্বাসন কমিটির সদস্য ও বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির দেওয়া চাঁদাবাজদের তালিকা অনুযায়ী ওই ৪৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
জানা গেছে, পল্টন থানায় দায়ের করা মামলার নম্বর ১৯। এই মামলার ১ নম্বর আসামি হলেন হারুন ওরফে ‘লম্বা হারুন’। তিনি মুন্সীগঞ্জের তাপসীর নাজিম উদ্দিনের ছেলে। এই মামলায় ৪৯ জনের নাম থাকলেও এই হারুন ছাড়া বাকিদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
