সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোনো মহলের চাপের কাছে মাথা নত না করতে সারাদেশের জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। সরকার ও রাষ্ট্রের ক্ষতি হয় এমন কিছু না করতে ডিসিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার বিকালে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এই কথা জানান। তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তাদের সঙ্গে বৈঠক করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি ডিসিদের বলেছি, আপনারা মন্ত্রী বা ভিআইপির এতো প্রটোকল দিতে গেলে প্রশাসনিক কাজ করবেন কখন? কাজেই প্রটোকল এতো দরকার নেই। আমি ও রেলমন্ত্রী আমরা বলেছি, আমাদের এত প্রটোকলের দরকার নেই।’

তাহলে কি প্রটোকল কমাতে বলেছেন? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘কমানো উচিত। না হলে ওরা (ডিসি) কাজ করবে কেমনে? আর গভর্নমেন্টের শেষ বছর এটি। এখনও অনেক কাজ বাকি আছে ডিসি-এসপিদের। সমস্যাতো হচ্ছে। আর ইলেকশনতো চলছে। ইলেকশন গ্রহণযোগ্য করতে তাদের অনেক কাজ। আজও তো ইলেকশনে অংশ নিয়েছে বিএনপি। গ্রহণযোগ্য ইলেকশন হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘যে রাস্তাগুলো সচল থাকলে মানুষ খুশি থাকবে সেগুলো ব্যাপারে উদ্যোগ নিতে ডিসিদের বলেছি। বিশেষ করে ঈদ ঈদুল আজহা সামনে। ভারী বর্ষণের সঙ্গে ভারী পরিবহন, এর সঙ্গে যুক্ত হচ্ছে পশুর হাট। তার সাথে আছে পশুবাহী পরিবহন। এর সাথে এখন রং সাইটে চলাচল। ইত্যাদি যানজটের আরও কিছু কারণ যোগ হয়েছে।’

‘রাস্তায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা এসব বিষয়ে ডিসিদের আমি বলেছি। তারা রমজানের ঈদের সময়ও ভালো দায়িত্ব পালন করেছেন। গতবারের মতো ঈদুল আজহাতে মানুষ যাতে স্বস্তিতে বাড়ি যেতে পারে এবং ফিরে আসতে পারে সেজন্য তাদের চেষ্টা অব্যাহত রাখার জন্য বলেছি।’

মন্ত্রী বলেন, ঈদের পরেও যেন মনিটরিংটা অব্যাহত রাখে, দুর্ঘটনা যাতে কমিয়ে আনা যায় সেজন্য আমি বলেছি।

কাদের বলেন, ‘একটা বিষয় অত্যন্ত পরিষ্কার। নির্বাচনের শিডিউল পৌনে তিন মাসের মতো সময় আছে। কাজেই তাদের প্রতি সরকারের জেনারেল ম্যাসেজ সেটা সরকারপ্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে দিয়েছেন। আমরা মন্ত্রীরা সেখানে ছিলাম। ফলে সরকারপ্রধানের ম্যাসেজটাই আমাদের বক্তব্য। এর বাইরে আমরা কিছু মনে করি না।’

মন্ত্রী বলেন, ‘এ সময়ে নতুন বড় বড় স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই। যে বড় স্বপ্ন এখন নির্মাণ হচ্ছে এর মধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল এগুলো যতদূর সম্ভব নির্বাচনের তফসিলের আগে এগিয়ে নিয়ে যাওয়ার কথা আমরা বলেছি। কাজের গতিকে ত্বরান্বিত করার কথা বলেছি। আর ইমিডিয়েট যেটা সেটা হলো রাস্তাগুলোকে ব্যবহারযোগ্য করা, সচল করে রাখা বেশি জরুরি। কারণ নতুন করে রাস্তা আমার পক্ষে সম্ভব নয়। কাজেই আমি এখন এই স্বপ্নটা দেখাবো কেন?’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031