চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলাচলরত একটি ডেমু ট্রেন ভাঙচুরের ঘটনায় স্থগিত ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সাত ঘণ্টা পর সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘ সাত ঘণ্টা স্থগিত থাকার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকাল সাড়ে ৫টার দিকে চবি ক্যাম্পাসের উদ্দেশ্যে নগরী থেকে একটি ট্রেন ছেড়ে গেছে।
এর আগে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলাচলরত একটি ডেমু ট্রেন ভাঙচুর করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ রেল স্টেশনে এ ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে চবি ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
