কাস্টমস গোয়েন্দারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোনসহ এক মার্কিন নাগরিককে আটক করেছে । ২২ বছর বয়সী ওই মার্কিনীর নাম মার্ক রুমাম কুত্রোবসকির। কাস্টমস গোয়েন্দা বিভাগের পরিচালক মইনুল খান খবরটি নিশ্চিত করেছেন।
গত ২৬ শে জানুয়ারি এমিরেটসের একটি ফ্লাইটে বাংলাদেশে আসে মার্ক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড্রোন দিয়ে বাংলাদেশে ছবি ও ভিডিও তোলার কথ স্বীকার করেছে সে। কাস্টমস গোয়েন্দারা ড্রোনের মেমোরি কার্ড পরীক্ষা করে দেখছে।
মইনুল ইসলাম আরো জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ ড্রোনটি জব্দ করেছেন।
সোমবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে বাংলাদেশ ছাড়ার প্রাক্কালে ওই মার্কিন নাগরিককে আটক করা হয়।
