রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা রাজধানী ঢাকার হাসপাতালগুলোর পাশাপাশি বিভাগীয় সব হাসপাতালে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ।

বুধবার দুপুরে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে লাইভ ভিডিও কনফারেন্সে তিনি এ তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দীসহ রাজধানীর বেশ কিছু হাসপাতালে এ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে দুই-এক দিনের মধ্যে ঢাকার বাইরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে এ ব্যবস্থা রাখা হবে।’

লাইভ ভিডিওতে মীরজাদি ফ্লোরা জানান, দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। নতুন কেউ আক্রান্ত না হওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জনই আছে। মোট আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন সাতজন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031