ঢাকায় এসে পৌঁছেছেন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ শনিবার দুপুর ১২ টার একটু আগে স্পেশাল ফ্লাইটে করে তিনি হযরত শাহজাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দুইদিনের এই সফরে তিনি আজ প্রথমে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে বারবার বলে আসছে চীন। কিন্তু ২৫শে আগস্টের পর রাখাইন থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢলে এটা স্পষ্ঠ হয়ে গেছে আন্তর্জাতিক চাপ সরে গেলে কিছুই করবেনা মিয়ানমার।
তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়েই আন্তর্জাতিক নিয়েই দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ। ফলে চীনের কথামতো দ্বিপক্ষীয় উপায়ে নয়, বহুপক্ষীয় উদ্যোগে বাংলাদেশ গুরুত্ব দেবে। পাশাপাশি মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাও চলবে।
