আজ বিকালে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়ে যাবে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশে ভ্রমণে এসে আটকেপড়া যুক্তরাজ্যের নাগরিকদের পঞ্চম দলটি । প্রথম চারটি ফ্লাইট যে সময়ে ছেড়ে গেছে একই সময়ে পঞ্চম ফ্লাইটটিও ঢাকা ছাড়বে।

তবে কতজন নাগরিক এই ফ্লাইটে ঢাকা ছাড়ছেন সেটা এখনও নিশ্চিত নয়।

ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাস সূত্রে এই তথ্য জানা যায়। দূতাবাসের এক কর্মকর্তা ঢাকাটাইমসকে জানান, আজকের ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে দেশটির যেসব নাগরিক ঢাকা ছাড়বেন বেলা ১১টার পর তাদের বিশেষ ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হবে। যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশে ফেরাতে আজকের পর আরও চারটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটগুলো যথাক্রমে ১, ৩, ৫ এবং ৭ মে ঢাকা ছেড়ে যাবে।

দূতাবাস সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের যেসব নাগরিক ঢাকা ছাড়বেন তারা বর্তমানে সিলেট অবস্থান করছেন। তাই এসব নাগরিকদের সিলেট থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরিয়ে সেখান থেকে দেশের উদ্দেশে পাঠানো হবে।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে যুক্তরাজ্য এখন পর্যন্ত তাদের নাগরিকদের চারটি দলকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এ পর্যন্ত মোট চারটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যের ৭৮০ জন নাগরিক ঢাকা ছেড়েছেন।

গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়।

২৩ এপ্রিল আরও ১৭৭ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। এরপর গত ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৭১ নাগরিককে দেশে ফিরে যান। সর্বশেষ গত ২৬ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৬৮ নাগরিক দেশে ফিরে যান।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031