মোমবাতি জ্বালিয়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে ঢাকার সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উদ্যোগে। বুধবার সন্ধ্যায় থানা রোডের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুর ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ আরো অনেকেই।
কর্মসূচিতে বক্তব্যকালে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুর ইসলাম বলেন, ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছি- আমরাও চাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হোক।
তিনি বলেন, আমাদের সকলকে এক সাথে হয়ে এর মোকাবেলা করতে হবে। সন্ধ্যা থেকে রাত এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সব ইউনিটের সকল নেতাকর্মী ধর্ষণের বিরুদ্ধে নিজেদের সোচ্চার হবার অঙ্গিকার করেন।
