cargo_lgনিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পরিবহনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।   মঙ্গলবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।   ঢাকা থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত কার্গো পরিবহন সংক্রান্ত বিজ্ঞপ্তির স্ত্রিনশট ‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’—শীর্ষক ওই ঘোষণায় যুক্তরাজ্য বলেছে, ‘ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু শর্ত এখনও পূরণ করা হয়নি। তাই অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে, ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যগামী ফ্লাইটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্গো পরিবহনে আর অনুমতি দেওয়া হবে না।’   এতে আরও বলা হয়েছে, ‘তবে ঢাকা থেকে তৃতীয় কোনো দেশ হয়ে যে সব এয়ারলাইন্স যুক্তরাজ্যে কার্গো পরিবহন করে থাকে, সেগুলো কার্গো পরিবহন চালিয়ে যেতে পারবে। এক্ষেত্রে ওই এয়ারলাইন্সকে সংশ্লিষ্ট দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশের আগে কার্গো পুনরায় পরীক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।’   এ বিষয়ে আরও তথ্যের জন্য এয়ারলাইন্স ও আমদানিকারকদের যুক্তরাজ্যের পরিবহন বিভাগের (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিমান পরিচালনার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের মানোন্নয়নে সহায়তা দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য সরকার কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।   এছাড়া গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশে চলাচলে যে সতর্কবার্তা জারি করা হয়েছিল, নতুন ভ্রমণ বার্তায়ও সেটি বহাল রেখেছে ব্রিটিশ সরকার। –

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031