এরই মধ্যে দেশের ৫৫ জেলায় করোনায় ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বজুড়ে তান্ডব চালানো নভেল করোনা ভাইরাস বাংলাদেশের ৯০ ভাগের বেশি স্থানে সংক্রমণ ছড়িয়েছে।
আজ বুধবার দুপুরে করোনা সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা বিভাগেই ৭৩ শতাংশ রোগী শনাক্ত হয়েছে। এর অর্ধেক ঢাকা সিটিতে, বাকি অর্ধেক অন্য জেলাগুলোতে।
নাসিমা সুলতানা বলেন, নারায়ণগঞ্জ মোট আক্রান্ত ব্যক্তি ৪৯৯ জন। যার মধ্যে সিটি করপোরেশনে আছেন ৩৬৪ জন। মৃত্যুবরণ করেছেন ৩৬ জন। সুস্থ হয়ে উঠছেন ১৬ জন। এ জেলায় মোট কোয়ারেন্টিনে ছিলেন ৬৮১ জন।

এরমধ্যে ৫৯৮ জন কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৮৩ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫২টি। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬ মোট পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৬৭৪টি।
এই অতিরিক্ত মহাপরিচালক আরো জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। নতুন করে সুস্থ হয়েছে ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৩ জন। এদের মধ্যে ঢাকায় ৭ জন, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইলে একজন করে তিনজন। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে ৬০ বছরের অধিক বয়সের রয়েছেন তিনজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে দু’জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে রয়েছে তিনজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দু’জন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031