আজ দুপুর ১২টা থেকে শুরু হয়ে সংঘর্ষ এখনো চলছে।লোকাল বাসের ভাড়া নিয়ে বাক-বিতন্ডার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশরোড মোড়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ চলছে। ফলে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট ও সিলেট- ময়মনসিংহ সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলায় চলাচলকারী লোকাল বাসের ভাড়া নিয়ে কথাকাটির জের ধরে কুট্রাপাড়া ও সদর উপজেলার খাটিয়াতা গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় গ্রামের হাজার খানেক লোক সংঘর্ষে অংশ নিয়েছে। ১২টা থেকে শুরু হয়ে এখনো চলছে সংঘর্ষ। এই সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ৩ দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের ২০ জন লোক আহত হয়েছে। হাইওয়ে পুলিশ ও সরাইল থানা পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
