চিহ্নিত হয়নি খুনিরা তনু হত্যার পার হয়েছে দুই বছর। এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি তদন্তে। শোকে আচ্ছন্ন তনুর পরিবার। মেয়ের হত্যা বিচার না পেয়ে তাদের মধ্যে বাসা বেঁধেছে ক্ষোভ, হতাশা আর আস্থাহীনতা। শঙ্কায় আছেন, আদৌ মেয়ের হত্যার বিচার পাবেন তো? গত দুই বছরের তদন্তে দেড় শতাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছে আরো বেশ কয়েকজন।
তবে এখনও তনুর পরিবারের জন্য আসেনি কোনো সন্তোষজনক ফলাফল।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০শে মার্চ রাতে কুমিল্লার সেনানিবাসের একটি ঝোপের মধ্য থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১লা এপ্রিল তদন্তকাজ সিআইডিকে হস্তান্তর করা হয়। গত বছরের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে প্রাপ্ত বীর্যের নমুনা পরীক্ষা করে তিনজনের ডিএনএ পাওয়া গেছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে এরপর তদন্তের আর কোনো অগ্রগতি দেখা যায়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০শে মার্চ রাতে কুমিল্লার সেনানিবাসের একটি ঝোপের মধ্য থেকে তনুর লাশ উদ্ধার করা হয়। তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১লা এপ্রিল তদন্তকাজ সিআইডিকে হস্তান্তর করা হয়। গত বছরের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে প্রাপ্ত বীর্যের নমুনা পরীক্ষা করে তিনজনের ডিএনএ পাওয়া গেছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে এরপর তদন্তের আর কোনো অগ্রগতি দেখা যায়নি।
