মুন্নি আক্তার নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে । সোমবার দুপুরে উপজেলার সাওঘাট এলাকার বুলবুলের বাড়ির পাশে একটি ডোবা থেকে এ তরুণীর লাশটি উদ্ধার করা হয়।
মুন্নি আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কুরতার চর এলাকার আজগর আলীর মেয়ে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, সকালে স্থানীয়রা সাওঘাট এলাকার বুলবুলের বাড়ির পাশে একটি ডোবায় এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খরব দেয়। পরে দুপুরে পুলিশ গিয়ে ওই স্থানে গিয়ে তরুণীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠান। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে কে বা কারা ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর ওই তরুণীকে ফেলে রেখে যায়।