১৭ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী ফরিদপুরে ধর্ষণে অন্তঃস্বত্বা হয়ে পড়েছেন । এ অভিযোগে বুধবার রাতে ওই প্রতিবন্ধীর মা ফরিদপুর কোতয়ালি থানায় মামলা করেছেন। এ মামলার একমাত্র আসামিকে বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের একটি গ্রামের ভ্যানচালকের মেয়ে ওই কিশোরী। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। জন্মলগ্ন থেকেই তার দুটি পায়েই সমস্যা থাকার কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মার্চ বাড়ির পাশে একটি বাড়িতে বিচারগান শুনতে যায় ওই তরুণী। ওই দিন রাত ১০টার দিকে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের জাবেদ শেখ ওই তরুণীকে ওই এলাকার একটি বাড়ির পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করে। গত কয়েকদিন ধরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার রাতে ফরিদপুর জেনারেল হাসপাতালে আনা হয়। চিকিৎসক কিশোরীটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ওই তরুণী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী বর্তমানে দুই মাসের অন্তঃস্বত্বা।
এদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে এ মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি জাবেদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকাল সাড়ে ৪টার দিকে আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ মামলার একমাত্র আসামি জাবেদকে গ্রেপ্তার করা হয়েছে।
