এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বলেছেন, রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে বড় দুই দলের প্রার্থীদেরকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। এ থেকে প্রমাণিত দুই দলের জনপ্রিয়তা তলানিতে।
আজ শুক্রবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জনতা দলের (বিজেডি) আয়োজিত সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় বদরুদ্দোজা চৌধুরী আরো বলেন, গত নির্বাচনে যে প্রার্থী সরকার দলীয় প্রার্থীর কাছে হেরেছিল, সেই প্রার্থী এবার লক্ষাধিক বেশি ভোটের ব্যবধানে জিতেছে। এতে বুঝা যায়, সরকারি দল ভোটের কারসাজিতেও উস্তাদ। তিনি বলেন, গত কয়েক মাসে ৫৫ জন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ৯ জন ফিরে এসেছেন কিন্তু কেউ কথা বলেন না।
এই যদি হয় জীবনের নিরাপত্তা, এমন দেশ কি আমরা চেয়েছিলাম? বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বলেন, এখনই শেষ সময়, লাস্ট চান্স। আপনারা বুঝে নেন তারা কারা? ভবিষ্যত প্রজন্মকে কি আপনারা লুটেরা, সন্ত্রাস, ডাকাত ও দুর্নীতিবাজদের হাতে তুলে দিবেন? একবার শেষবারের মতো দেখে যেতে চাই, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
