বিসিবি একাদশ ইংল্যান্ডের বিপক্ষে দুইদিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্যাটে ও বলে দারুণ পারফরম্যান্স করেছে। গতকাল ব্যাটিংয়ে আলো ছড়ানোর পর সোমবার বল হাতেও উজ্জ্বল ছিলেন তানভীর হায়দাররা। এদিন ইংল্যান্ডকে ২৫৬ রানে অলআউট করে দেয় বিসিবি একাদশ। প্রথম ম্যাচের মতো এই ম্যাচটিও ড্র হয়েছে।

এই ম্যাচের আগে লেগস্পিনার তানভীর হায়দারের নাম হয়তো খুব কম লোকই জানতেন। অথচ তাসকিন-মোসাদ্দেকদের ছাড়িয়ে তিনিই আলো ছড়ালেন। নিলেন চারটি উইকেট। জো রুট, জনি বেয়ারস্টো, জস বাটলার ও ক্রিস ওয়েকসকে সাজঘরে ফেরান তানভীর। তার বোলিং ইকোনোমি রেট ৩.৭৮।

ইংল্যান্ডের পক্ষে দুই ওপেনার ভালো করেছেন। হাসিব হামিদ ৫৭ ও বেন ডাকেট ৬০ রান করে রিটায়ার্ড আউট হন। আর গ্যারি ব্যালান্স ৩৬ রান করে অপরাজিত থাকেন। আর বিসিবি একাদশের পক্ষে তানভীর হায়দার ৪টি, মোসাদ্দেক হোসেন ১টি, তাসকিন আহমেদ ১টি ও শুভাশিস রয় ১টি করে উইকেট নিয়েছেন।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে গতকাল সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে বিসিবি একাদশ। আব্দুল মজিদের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে ২৯৪ রান সংগ্রহ করে অলআউট হয় স্বাগতিকরা।

বিসিবি একাদশের পক্ষে আব্দুল মজিদ ১০৬, নাজমুল হোসেন শান্ত ৭২, মোসাদ্দেক হোসেন ৪৭ ও নুরুল হাসান ৩৯ রান করেন। ইংল্যান্ডের পক্ষে জাফর আনসারি ৪টি, স্টুয়ার্ট ব্রড ২টি, গ্যারেথ ব্যাটি ২টি, মঈন আলী ১টি ও ক্রিস ওয়েকস ১টি করে উইকেট নেন।

এই ম্যাচটিতে বিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছেন সৌম্য সরকার। এর আগের ম্যাচটিতে বিসিবি একাদশকে নেতৃত্ব দেন সাব্বির রহমান। ওই ম্যাচটিতে খেলা হয়েছে মাত্র একদিন। খেলার জন্য মাঠ অনুপযুক্ত থাকায় প্রথমদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিলো।

ইংল্যান্ডের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে ২০ অক্টোবর। আর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৮ অক্টোবর।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031