তামিম ইকবাল এখন ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে। কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত বাংলাদেশি এই ড্যাশিং ওপেনার। সবকিছু ঠিকঠাক থাকলে রোববারই এসেক্সের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে তামিমের। এদিন রাতে তার দল এসেক্স মুখোমুখি হবে কেন্টের।
বেকেনহ্যামে কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকদের বিপক্ষে এসেক্সের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। ম্যাচটির জন্য শনিবারই তামিমকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে এসেক্স।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের প্রচারস্বত্ব রয়েছে স্কাই স্পোর্টস ও স্টার স্পোর্টস। তামিমের সবগুলো ম্যাচই দেখা যাবে এই চ্যানেলগুলোতে। সারের বিপক্ষে গত শুক্রবারের এসেক্সের ম্যাচটিও স্কাই স্পোর্টসই সম্প্রচার করেছে।
যদিও রোববারের ম্যাচটি তাদের ওয়েবসাইটে সম্প্রচার তালিকায় নেই। তবে কেন্টের বিপক্ষে এসেক্সের ম্যাচটি স্টার স্পোর্টসের সরাসরি দেখানোর সম্ভাবনা রয়েছে।
এর আগে শনিবার দুপুরে কেন্টের বিপক্ষে ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে এসেক্স। সেই দলে আছেন বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান তামিম। রবি বোপারা, মোহাম্মদ আমির, টেন ডেসকাটদের মত তারকাদের সতীর্থ পাচ্ছেন তিনি।
ছয় বছর পর আবারও কাউন্টি খেলার সুযোগ পেলেও পুরো মৌসুম খেলা হচ্ছে না তামিমের। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে এসেক্সের হয়ে নয়টি ম্যাচ খেলবেন তামিম। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে আগস্টের প্রথম সপ্তাহেই তামিম দেশে ফিরবেন বলে জানা গেছে।
দুই গ্রুপে নয়টি করে মোট ১৮টি দল শিরোপা লড়াইয়ে নামবে। সেরা আটটি টিম উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। তামিমের এসেক্স রয়েছে সাউথ গ্রুপে। টি-টোয়েন্টি ব্লাস্টের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে তামিমের দল এসেক্স। তবে নিজেদের প্রথম ম্যাচে গত শুক্রবার সারের বিপক্ষে এক রানে হেরেছে এসেক্স। প্রতিপক্ষের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ১৮৬ রানে থামে দলটি।
কেন্টের বিপক্ষে এসেক্সের ১৫ সদস্যের স্কোয়াড:
তামিম ইকবাল, রায়ান টেন ডেসকাট, রবি বোপারা, ড্যান লয়েন্স, মোহাম্মদ আমির, বরুন চোপড়া, আসহার জাইদি, ম্যাট ডিক্সন, সিমন হার্মার, জেমস ফস্টার, জেমি পোর্টার, কালাম টেইলর, পল ওয়াল্টার, টম ওয়েস্টলি ও অ্যাডাম হুইটার।
