তামিম একসঙ্গে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম ইকবাল।আর ৬৬ রান করলেই প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করবেন । আরও একটি বিশ্বরেকরর্ডের হাতছানি তার সামনে। একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার জন্য তামিমের দরকার ৪২ রান। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ৬৬ রান করলেই দু’টি মাইলফলক স্পর্শ করবেন তামিম। অথবা ৪২ রান করলেও বিশ্বরেকর্ডের মালিক হবেন তিনি।

চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম দু’ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৮৪ ও শ্রীলংকার বিপক্ষে ৮৪ রানের দু’টি ইনিংস খেলেছেন ফর্মের তুঙ্গে থাকা তামিম।

ক্রিকেট বিশ্বে একই ভেন্যুতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার জন্য ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে তামিমের দরকার প্রয়োজন ছিল ২১০ রান। প্রথম দু’ম্যাচে মিরপুরে ১৬৮ রান করে ফেলায় রেকর্ড স্পর্শ করার কাছেই চলে এসেছেন তামিম। তবে ইতোমধ্যে পাকিস্তানের ইনজামাম উল হককে ছাড়িয়ে গেছেন তামিম।

একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ডের মালিক এখন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ২৫১৪ রান করেছেন তিনি। একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান এটিই।

ত্রিদেশীয় সিরিজের আগে এই তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫৯ ম্যাচের ৫৯ ইনিংসে ২৪৬৪ রান করেছেন তিনি। তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম দু’ম্যাচে ১৬৮ রান করায় ইনজামামকে টপকে ২৪৭৩ রানের মালিক এখন তামিম। জয়সুরিয়াকে টপকে যেতে তামিমের প্রয়োজন এখন ৪২ রান।

ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করেছেন তামিম। এ ব্যাপারে আজ তামিম বলেন, ‘মাইলফলকগুলো ভালো লাগে। কেউ দশ হাজার রান করলে এটা অবশ্যই মাইলস্টোন। জানি না কয়জন করছে। সাকিবের ১০ হাজার হয়েছে, মুশফিক সব মিলিয়ে ৩০০ ম্যাচ খেলেছে। এটাও মনে হয় না যে খুব বেশি মানুষ করেছে। আমাদের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে যেটা “দ্যাট ইন্ডিভিজ্যুয়াল ফিলস গুড।’

একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার দৌড় আছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। জয়সুরিয়াকে টপকে যেতে সাকিবের আরও লাগবে ১৯৬ রান। ত্রিদেশীয় সিরিজের প্রথম দৃ’ম্যাচে ৩৭ ও ৬৭ রান করেন সাকিব।

একই ভেন্যুতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা শীর্ষ পাঁচ খেলোয়াড় :

খেলোয়াড়                ভেন্যু  ম্যাচ   ইনিংস  রান

সনাথ জয়সুরিয়া (১৯৯২-২০০৯) প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো  ৭১    ৭০    ২৫১৪

তামিম ইকবাল (২০০৭-২০১৬) মিরপুর ক্রিকেট স্টেডিয়াম ৭৩  ৭২    ২৪৭৩

ইনজামাম-উল-হক (১৯৯৩-২০০২)শারজাহ ক্রিকেট স্টেডিয়াম   ৫৯    ৫৯    ২৪৬৪

সাকিব আল হাসান (২০০৬-২০১৬)মিরপুর  ক্রিকেট স্টেডিয়াম ৭৩    ৭০    ২৩১৮

সাইদ আনোয়ার (১৯৯০-২০০১) শারজাহ ক্রিকেট স্টেডিয়াম     ৫১    ৫১    ২১৭৯

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031